সেক্স, সাসপেন্স আর থ্রিলারের ককটেলে ‘হেট স্টোরি থ্রি’র ট্রেলর

0

hate-storyএই শীতে উত্তেজনার পারদ চড়বে তরতরিয়ে। সেক্স, সাসপেন্স আর থ্রিলারের ককটেলে পর্দায় আগুন ধরাবে ‘হেট স্টোরি থ্রি’। আর তারই ঝলক মিলল ৬০ সেকেন্ডে। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ‘হেট স্টোরি থ্রি’-এর ট্রেলর। যা রিলিজের সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত ৮১ লক্ষ দর্শক দেখে ফেলেছেন ট্রেলরটি।

“কিসিভি লড়াই মে হারতা ও নেহি জো গিরতা হে, হারতা ও হ্যায় যো গিরকে উঠতা নেহি” চারগুণ বেশি রোম্যান্স, যৌনতা, হিংসা, অ্যাকশন ও থ্রিলারের স্টোরি নিয়ে এবার আসছেন পরিচালক বিশাল পাণ্ডে। আর এই ট্রেলর দিয়েই বলিপাড়ায় আলোড়ন ফেলে দিয়েছেন ডেইসি শাহ। ‘ জয় হো’ ছবিতে ডেইসির অভিনয়ে মুগ্ধ হয়েছে সিনেপ্রেমীরা। এবার তাঁর আবেদনে তুফান উঠবে সিনে-দুনিয়ায়। নায়িকার কথায়, “ আমাকে এই ছবিতে অভিনয় করতে সলমন খান উৎসাহিত করেছেন। এর আগে এমন কোনও চরিত্রে
আমি অভিনয় করিনি”। এছাড়া ছবিতে রয়েছেন করণ, শরমন জোশী ও জারিন খান।
তবে ছবি ট্রেলর দেখার পর কানাঘুষো শুরু হয়ে গিয়েছে টিনসেলে। অনেকেই বলছে বেশ কিছু দৃশ্য আটকে দেবে  সেন্সরবোর্ড। যদিও নির্দেশকের জানিয়েছেন, “ গল্পের খাতিরে যতটা দরকার আমি ততটাই করেছি। সেইদিক থেকে আমি আমার কাজ করেছি। এবার সেন্সর তাঁর কাজ করবেন”।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More