সেলফি শব্দটির কোন অর্থ না থাকলেও সকলেই তুলছে নিজেই নিজের ছবি। হ্যাঁ, তাই তো তাহলে বাদ যাবেন কেন ফারিয়ার মতো সুপার মডেল রা? তাই ফারিয়াও নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ভারী করছেন সেলফি দিয়েই। বিগত কিছুদিন আগেও এতোটা সেলফি ঝড় বয়ে আসেনি যতটা এখন চলছে।
ফারিয়ার মতো গর্জিয়াস লুকিং মডেল যদি সেলফিতে মাতেন তাহলে তার ফ্যানরাও কি বাদ যায়? তবে ফ্যানদের লাইক ও কমেন্টস দেখে বোঝা যায় যে ফারিয়ার সেলফিতে আমোদিত তারা।
বিশেষজ্ঞরা বলেন সেলফি একটি রোগ, যার ঔষধও নাকি বাজারে চলে এসেছে। ফারিয়াকে জিজ্ঞেস করলে তেমন কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
ফারিয়া সাহরিন তার ফলওয়ার বারাতে অন্ন ছবি কেন দেন না এ প্রশ্নও রয়েছে অনেক ভক্তদের।