বাংলাদেশী নাটকের জনপ্রিয় অভিনেত্রী শখ। অভিনয়ের আভায় তিনি আলোকিত। পারিবারিকভাবেই তিনি বিয়ে করেন অভিনেতা শহিদুজ্জামান সেলিমকে। ‘শুণ্যতা’ নামের নতুন একটি ধারাবাহিক নাটকে এমনই চরিত্রে অভিনয় করেছেন শখ।
জাকির হোসেন উজ্জ্বলের পরিচালনায় নাটকটি পরিচালনা করছেন মনিরুজ্জামান। নাটকটিতে আরো অভিনয় করছেন নিলয়, সাবেরী আলম, কে এস ফিরোজসহ আরও অনেকে।
গত ২৩ ডিসেম্বর থেকে ধারাবাহিক নাটকটির দৃশ্যধারন শুরু হয়েছে উত্তরায়। আসছে নতুন বছরে এটি প্রচার শুরু হবে এটিএন বাংলায়।