স্বপ্ন-পূরণ হতে চলেছে ভাইজানের। স্বপ্নের হিরোর সঙ্গে এবার স্ক্রিন স্পেস ভাগ করে নিতে চলেছেন সলমন। হ্যাঁ! এ দেশের এন্টারটেইনমেন্টের দুনিয়ায় এখন সবথেকে বড় খবর একসঙ্গে অভিনয় করতে চলেছেন হলিউড স্টার সিলভাস্টার স্ট্যালন ও সলমন খান। পরিচালক আলি আব্বাস জাফারের পরবর্তী ছবিতে নাকি অভিনয় করতে দেখা যাবে এই দুই সুপারস্টারকে।
সমলন খানের অনুরাগী ছড়িয়ে রয়েছে দেশে বিদেশে। আর সলমন ভক্ত সিলভাস্টার স্ট্যালন। কিছুদিন আগেই সাল্লু জানিয়েছিলেন, “ আমার হিরো স্ট্যালন।”। ট্যুইটারে মাধ্যমে ভাইজান ফ্যানদের জানিয়েছেন, “ যদি কাউকে নকল করতে হয় তাহলে সেই ব্যক্তিটি অবশ্যই সিলভাস্টার স্ট্যালন। তোমাদের হিরোর হিরো সিলভাস্টার”। এরপরই আসে স্ট্যালনের কমেন্ট, “আমরা একসঙ্গে যেকোনও একটা অ্যাকশন ছবিতে কাজ করতেই পারি”।
যেমন ইচ্ছা তেমনই কাজ। সুলতান পুরোপুরি অ্যাকশন বেস সিনেমা। এখানে হরিয়ানার এক পালোয়ানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। তাই মনে করা হচ্ছে আখড়ায় লড়াই করতে দেখা যাবে দুই হিরোকে।