যুক্তরাষ্ট্রের ট্যাটু মডেল সারা এক্স সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিও-তে দেখা গেছে, তিনি তার হাত ব্যবহার না করেই মোজার্টের তালে তালে স্তনদ্বয় নাচাচ্ছেন। আর এই ভিডিওটি আপলোডের পর ইন্টারনেটে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
সমালোচকরা বিষয়টিকে ভুয়া বলছেন। তারা দাবি করছেন, সারা এই কাজটি করতে বাহ্যিক কোনো বস্তু ব্যবহার করেছেন। এটা হতে পারে কোনো ইলেকট্রিক যন্ত্র, যা তার স্তনদ্বয়কে আন্দোলিত করতে সাহায্য করেছে।
কিন্তু নিন্দুকদের সকল সমালেচনার উত্তর দিয়েছেন সারা। তিনি তার ফেসবুক পেইজে সমালোচকদের উদ্দেশে বলেছেন, ভিডিওটি যে সত্য তাতে কোনো সন্দেহ নেই এবং আমি এই কাজে অন্য কোনো বস্তু ব্যবহার করলেও স্তন নাচানোয় আমার পেশী সমূহের ব্যবহার ছিল মাত্র।
ইউটিউবে যুক্তরাষ্ট্রের অভিনেতা আরনল্ড শোয়ার্জনেগারেরও এরকম একটি ভিডিও আপলোড করা হয়েছে।