ঢাকা: পর্নস্টার খ্যাত বলিউড অভিনেত্রী সানি লিওন মানেই যৌনতা, লাস্য, শরীরী হিল্লোল। আবারও সেই ম্যাজিক নিয়ে ‘এক পহেলি লীলা’ ছবিতে আসছেন এ অভিনেত্রী। আর এ ছবির একটি গান ‘তেরে বিন নাহি লাগে জিয়াতে’ নিজেকে বেশ ভালোভাবেই তুলে ধরেছেন তিনি।
আর সে কারণে এখন পর্যন্ত সানির এ গানটি ইউটিউবে ৩০ লাখেরও বেশি মানুষ দেখেছে। গানটিতে সানিকে জয় ভানুশালী ও রজনীশ দুগ্গলের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে। ছবির ট্রেলর দেখে বোঝা গেছে, ছবিটি পুনর্জন্মের মতো বিষয় নিয়েই তৈরি। এই ছবিতে সানি বিভিন্ন ধরনের ভূমিকায় অভিনয় করছেন।
সাহসী দৃশ্যে ভরপুর এই ছবিতে রহস্য এবং যৌনতার এক অদ্ভূত মেলবন্ধন পাওয়া যাবে, জানাচ্ছেন ছবির পরিচালক ববি খান।
বেবি ডল সানি লিওন ছাড়াও ছবিতে রয়েছেন জয় ভানুশালী, রজনীশ দুগ্গল, রাহুল দেব প্রমুখ। ছবিতে সালমান খান-ঐশরিয়া অভিনীত ‘হাম দিল দে চুকে সানমের’ গান ‘ঢোলি তার ঢোল বাজের’ তালে ছন্দ মেলাতেও দেখা যাবে বেবি ডলকে। আর এ ছবি মুক্তি পাবে আগামী ১০ এপ্রিল।