স্যুইমিং কস্টিউম পরতে চলেছেন পরিণীতি

0

downloadনিজের চেনা লুক ছেড়ে যশরাজ ব্যানারের আপকামিং ছবি ‘কিল দিল’য়ে একেবারে অন্য রূপে ধরা দেবেন পরিণীতি চোপড়া৷ এই ছবিতে হট আর গ্ল্যামারস লুকে অভিনয় করবেন পরিণীতি৷

সূত্র বলছে, এর আগে নাকি এই অভিনেত্রীকে এমন রূপে দর্শক কখনও দেখেননি৷ এই ছবিতেই প্রথম বার স্যুইমিং কস্টিউম পড়তে চলেছেন পরিণীতি৷

‘কিল দিল’ ছবির ট্রেলারেই বেশ বোল্ড দেখতে লেগেছে পরিণীতিকে৷ প্রত্যেক ছবিতেই বেশ বোল্ড অবতারেই দেখা যায় তাকে৷ যদিও এক একটা ছবিতে আলাদা ভাবে প্রকাশ পায় তাঁর লুক৷

‘কিল দিল’ ছবির পরিচালনা করছেন শাগ আলি৷ এই ছবিতে পরিণীতি ছাড়াও রণবীর সিং, গোবিন্দা ও আলি জাফর প্রধান চরিত্রে অভিনয় করছেন৷

তবে এবার এটাই দেখার নিজের নয়া লুক দিয়ে দর্শনকের মন কতটা ভোলাতে পারেন বাবলি পরিণীতি৷

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More