একে কি বিপর্যয় বলা যাবে? নাকি ব্যক্তিগত স্বাধীনতা হরণ? হলিউডের অন্তত ১০০ জন তারকার নগ্ন ছবি ফাঁস হয়ে গেছে! অ্যাপলের অনলাইন স্টোরেজ ‘আই কাউড’-এ ছবিগুলো ছিল। একদল হ্যাকার তা বের করে পোস্ট করে দিয়েছে ইন্টারনেটে। এর জেরে এখন হলিউড তোলপাড়।
যে ১০০ জন তারকার ছবি ফাঁস হয়েছে, সেই তালিকায় রয়েছেন অস্কার পুরস্কার বিজয়িনী জেনিফার লরেন্স। ‘হাঙ্গার গেমস’ সিনেমা-খ্যাত জেনিফার লরেন্স তার ৬০টি নগ্ন ছবি রেখেছিলেন অ্যাপলের ওই অনলাইন স্টোরেজে। একদল হ্যাকার তা হ্যাক করে ছবিগুলি পোস্ট করে দেয় ‘৪পযধহ’ ওয়েবসাইটে। এই বিষয়টি জানাজানি হতেই হলিউডে আলোড়ন পড়ে যায়। টুইট করে সংশ্লিষ্ট তারকারা নিন্দা করেন।
জেনিফারের পাশাপাশি ‘ফাইনাল ডেস্টিনেশন’ সিনেমার ম্যারি উইনস্টিডের নগ্ন ছবিও ফাঁস হয়ে গেছে। এক বছর আগে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলেছিলেন তারা। এ ছাড়াও রিহানা, কেলি ব্রুক, ক্যাট ডিলে, ভিক্টোরিয়া জাস্টিস প্রমুখ তারকা রয়েছে এই তালিকায়। কয়েকজন অভিনেত্রী এ বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন।
আরো ভিডিও> https://www.youtube.com/results?search_query=Top+100+Hottest+Naked+Scene+Of+Hollywood+Actress