ভিনেতা হিল্লোল ও নওশীনের একটি ভিডিও নিয়ে ভার্চুয়াল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়েছে। ট্রেলার অব দ্য ফেক শিরোনামের এই ভিডিওটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের। ভিডিওটিতে বেশ ঘনিষ্ঠ মুহূর্তের বিছানা দৃশ্যে দেখা গেছে হিল্লোল এবং নওশীনকে। জানা গেছে দ্য ফেক শিরোনামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবির ট্রেলার এটি। ছবিটিতে অন্তরঙ্গ মুহূর্তে হিল্লোল-নওশীনের এই দৃশ্যটিও ফেক বলেই মনে করছেন অনেকে। ফেসবুকে কেউ কেউ লিখেছেন এটা কাটপেস্ট করে বসানো। ভিডিওটি নিয়ে নানা ধরণের মন্তব্য করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ফেসবুক সূত্রের লিংক : https://www.facebook.com/photo.php?v=358935317592328&set=vb.248087228677138&type=2&theater )
এ বিষয়ে হিল্লোল-নওশীনের সঙ্গে কথা বলার চেষ্টা করেও মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।