[ads1]ঈদুল ফিতর নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে’। সম্প্রতি এই গানটিতে একসঙ্গে ১২ জন শিল্পী কণ্ঠ দিয়েছেন। এরা হলেন শওকত আলী ইমন, এস আই টুটুল, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নী, কনা, সালমা, রাজিব, কোনাল, সাব্বির, ইমরান, কর্নিয়া ও রাফাত।
ঈদুল ফিতর উপলক্ষে বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) কর্তৃপক্ষ ‘ও মন রমজানের ওই রোজার শেষে’ গানটি নতুন ভাবে তৈরি করেছে। সম্প্রতি ১২ জন শিল্পীর অংশ গ্রহণের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
আগামী ২৯ জুন ‘ও মন রমজানের ওই রোজার শেষে’ গানটির ভিডিওচিত্রের শুটিংয়ে অংশ নেবেন শিল্পীরা। কবির বকুলের তত্ত্বাবধানে গানটির নতুন সংগীতায়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক শওকত আলী ইমন। [ads2]