পাস করার ২৮ বছর পর কলেজ থেকে স্নাতক শংসাপত্র পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। মুক্তির অপেক্ষায় থাকা তার অভিনীত ও যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ফ্যান’ ছবির মিউজিক প্রকাশ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বর্তমানে নয়াদিল্লিতে রয়েছেন কিং খান। তারই ফাঁকে এদিন পুরনো হংসরাজ কলেজে যান তিনি। ক্যাম্পাসে পড়ুয়াদের উদ্দেশে শাহরুখ বলেন, এখানে এসে তিনি ভীষণই আবেগপ্লুত হয়ে পড়েছেন। জানান, এই ক্যাম্পাস-জীবন তার কাছে ভীষণই স্পেশাল। কলেজের সময়টা তাঁর কাটানো অন্যতম সেরা সময়। ৫০ বছর বয়সী অভিনেতা বলেন, ১৯৮৮ সালে পাস করে বের হওয়ার পর এখানে ফিরে এসে দারুন অনুভূতি হচ্ছে। তিনি যোগ করেন, আজ নিজের সন্তানদের অভাব বোধ করছেন। তারা থাকলে, সঙ্গে নিয়ে গোটা কলেজ চত্বর ঘুরে দেখাতেন। শংসাপত্র প্রদান অনুষ্ঠান উপলক্ষ্যে কলেজের অধ্যক্ষ রাম শর্মা জানান, সুপারস্টার ছাত্রকে পেয়ে এই কলেজ গর্বিত। তিনি বলেন, এত বছর পর শাহরুখকে শংসাপত্র দিতে পেরে আনন্দ হচ্ছে। তিনি যোগ করেন, এতটা সময় ধরে, কলেজ কর্তৃপক্ষ শাহরুখের শংসাপত্র অতি যত্নের সঙ্গে তুলে রেখেছিল। শংসাপত্র গ্রহণ করার পর নিয়মমাফিক রেজিস্টারে সই-ও করেন বলিউড বাদশা। প্রসঙ্গত, দিল্লিতে জন্মগ্রহণ করা শাহরুখ রাজেন্দ্র নগর ও গৌতম বুদ্ধ নগরের বিভিন্ন জায়গায় থেকেছেন। প্রথমে সন্ত কলাম্বা স্কুল থেকে পাস করার পর হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক করেন তিনি।