‘ফ্রিকি ফ্রাইডে’ খ্যাত মার্কিনি অভিনেত্রী লিন্ডজি লোহান ৩৬ জন তারকার সঙ্গে শয্যাসঙ্গী হয়েছেন এ খবর এখন সবাই জানে। ফাঁস হওয়া ওই তালিকায় জেমস ফ্র্যাঙ্কো, অ্যাশটন কুচার, জাস্টিন টিম্বারলেকের মতো তারকাদের নাম আছে। তবে অনেকেই ব্যাপারটি অস্বীকার করলেও, খোদ লোহান দাবি করেছেন সেই তালিকাটি সঠিক।লিন্ডজি লোহান বলেছেন, ঘটনাগুলি একান্তই ব্যাক্তিগত, যেটা বাইরে থেকে দেখে কেউ বুঝবে না, আসলেই কি ঘটেছিল। এখানেই আসলে ব্যাপারটি আমাকে আঘাত করেছে।
২৮ বছর বয়সী এই অভিনেত্রী দ্য সানকে লোহান আরও জানান, মাদক নিরাময় কেন্দ্র বেটি ফোর্ড ক্লিনিকে তার চিকিৎসার অংশ হিসেবে হিসেবে এই তালিকাটি দিতে হয়েছিল তাকে। কিন্তু পরিস্থিতি তার জন্য খুবই বিব্রতকর হয়ে পড়ে যখন কেউ সেটি চুরি করে ইন্টারনেটে ছেড়ে দেয়।তারকাদের অনেকেই তার শয্যাসঙ্গী হওয়ার ঘটনাকে অস্বীকার করলেও লোহান ঘটনাগুলোকে তার জীবনের অংশ হিসেবে অভিহিত করে বলেছেন, লস অ্যাঞ্জেলসে বেড়ে ওঠার দিনগুলোতেই ঘটেছে এসব ঘটনা।