বিনোদন ডেস্ক : সাত বছরের ধরে রোমান্স। অতঃপর প্রেমের সম্পর্কটাকে পরিণয়ের দিকে নিয়ে যাচ্ছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী জিনাত শানু স্বাগতা। তিনি পড়াশোনা করছেন ফিল্ম এ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টে। চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।
রাজধানীর একটি রেস্তোরায় মঙ্গলবার তাদের বাগদান সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে জানিয়েছেন তারা।
জানা গেছে, অভিনয়ের সূত্র ধরেই তাদের পরিচয়। আর সেখান থেকেই রোমান্সের শুরু।
দুই পরিবারের সম্মতিতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। দুই পরিবারের সময় সুবিধা হিসেব করেই বিয়ের দিনক্ষণ ঠিক করা হবে বলে জানিয়েছেন স্বাগতা।
কুমিল্লার ছেলে রাশেদ জামান একজন সিনেমাটোগ্রাফার। জীবনের অনেকটা সময় দেশের বাইরেই কাটিয়েছেন তিনি। তুরস্কের মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেছেন। তার তোলা একটি ছবি ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেয়েছে।
আট বছর আগে দেশে ফিরেছেন রাশেদ। এখন নিয়মিতভাবেই ক্যামেরার পেছনে কাজ করছেন। অমিতাভ রেজা নির্মিত বেশিরভাগ বিজ্ঞাপনচিত্রের চিত্রগ্রহণ করেছেন তিনি।