যে তারকারা প্রতিদিন নেশায় কাটায়

0

Adictedকোন সিনেমা শুরুর সাথে সাথেই যে ব্যাপারটি আপনার দৃষ্টি আকর্ষণ করে তা হল- “সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, ক্যানসারের আরেক নাম ধুমপান”। ধূমপান কেবল একটি মারাত্মক নেশা নয়, একই সাথে এটা আপনাকে তিল তিল করে থেকে দেয় মৃত্যুর দিকে। পর্দায় যতই নায়ক-নায়িকাদের আমরা “পারফেক্ট” মানুষ হিসাবে দেখি না কেন, বাস্তবে তাঁরাও কিন্তু মুক্ত নন এই নেশার থাবা হতে। যেমন কিং খান শাহরুখ যে চেইন স্মোকার, সেটা সকলে জানেন। কিন্তু এটা কি জানেন যে রণবীর কাপুর, কঙ্গনা কঙ্গনা রানাওয়াত, অর্জুন রামপাল সহ আরও বহু “স্বাস্থ্য সচেতন” তারকাও আসক্ত এই নেশায়?

রণবীর কাপুর

খুব অল্প সময়েই বলিউডে নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছেন এই তারকা। তবে জানলে অবাক হবেন, ক্যান্সারের ওপর নাম সিগারেটে প্রচণ্ড আসক্তি রয়েছে এই তারকার। এই তারকা এতটাই ধূমপানে আসক্ত যে সিগারেটে টান না দিয়ে যেমন দিনের শুরু করতে পারেন না, তেমনই কোনো কাজও এটি ব্যতীত রণবীর করতেই পারেন না। রাজনীতি সিনেমায় শুটিংয়ের সময় রণবীর পরিচালকের কাছ থেকে একটু সময়ের বিরতি চেয়ে নিতেন শুধু মাত্র ধূমপানের জন্য।

কঙ্গনা রানাওয়াত 

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার অভিনীত ‘ফ্যাশন’ ছবিতে প্রমাণ করে দিয়েছেন তিনি কতটা নিয়মিত ধূমপায়ী। এছাড়া তাকে ‘তানু ওয়েড মানু’ এবং ‘গ্যাংস্টার’ ছবিগুলোতে সিগারেট হাতে অভিনয় করতে দেখা গেছে। জানা যায়, ব্যক্তিগত জীবনেও কঙ্গনা একজন নিয়মিত ধূমপায়ী। তবে ধূমপান নিয়ে তার একটি আলাদা বক্তব্য আছে। সেটা হলো, ধূমপান একটা মানুষের জীবনের ব্যক্তিগত পছন্দ এবং এটা কারো কথাতে বন্ধ না করাই উচিত।

অজয় দেবগন

অজয় দেবগানও একজন চেইন স্মোকার। আর এই বাজে অভ্যাসটির কারণে অনেকবারই জরিমানা দিতে হয়েছে। জনসম্মুক্ষে ধুমপান করার কারণে বিভিন্ন সময় জরিমানা দিতে হলেও আজ পর্যন্ত নিজের এই বাজে অভ্যাসটিকে বদলাতে পারেননি।

সঞ্জয় দত্ত

বলিউডের অন্যতম বিতর্কিত তারকারব মধ্যে সঞ্জয় অন্যতম। মাদকাসক্তি থেকে শুরু করে মাফিয়া চক্রের সাথে যোগসাজশ এইসব কারণে বরাবরই সংবাদের শিরোনামে পরিণত হয়েছেন তিনি। তবে মজের ব্যাপার হল এই তারকা ধুমপানে এতটাই আসক্ত যে কারাগারে ধূমপানের আনুমতি চেয়ে দরখাস্ত পর্যন্ত করেছেন এই তারকা।

কঙ্কনা সেন শর্মা

বলিউড এবং টালিউডের এই অভিনেত্রীও একজন নিয়মিত ধূমপায়ী। এটা জেনে অনেকে অবাক হলেও ঘটনাটা সত্যি। তিনি ধূমপান নিয়ে একটি কথা বলেছেন। সেটা হলো, এটা ছেড়ে দেওয়া তার পক্ষে সত্যিই কষ্টের। কারণ যখন তার প্রথম সন্তান পেটে, তখনও তিনি ধূমপান ছাড়তে পারেননি। কঙ্কনা সেন অভিনেতা রণবীর শোরেকে ২০১০ সালে বিয়ে করেন।

অর্জুন রামপাল

বলিউডে খানদের সারিতে জায়গা করে নিতে না পারলেও নিজের একটি আলাদে জায়গা করে আলাদে জায়গা করে নিতে পেরেছেন অর্জুন রামপাল। তবে অন্যান্য নায়কদের মতো তারও রয়েছে সিগারেট প্রীতি। বলাই বাহুল্য চেইন স্মোকার।

সুস্মিতা সেন

বলিউডের এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে ধূমপান করে আসছেন। শুধু তাই না তাকে মাঝে মাঝে রাস্তা ঘাটে বা কোন রেস্টুরেন্টের ভেতরে সিগারেট হাতে অনেকবার দেখা গেছে। তবে এ বিষয়ে সুস্মিতার ভাষ্য একটু ভিন্ন। তিনি এ বিষয়ে একবার গণমাধ্যমকে বলেছিলেন, এটা তার নিজস্ব একটি স্টাইল এবং এটা সে চাইলেও যে কোন সময় বন্ধ করতে পারবেন। এটা তার কাছে কোন বড় বিষয় না।

শাহরুখ খান

কিং অব রোমান্স খ্যাত এই তারকা ধূমপানেও সবাইকে ছাড়িয়ে গেছেন। যেকোনো কিছুই ত্যাগ করতে রাজি এই তারকা কিন্তু সিগারেটকে না করতে পারবেন না তিনি। এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, আমি ধূমপানে আসক্ত, এবং এটা ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারিনা।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More