প্রয়াত পপ স্টার মাইকেল জ্যাকসনের একটি গানে উঠে এসেছে নিগৃহীত এক কন্যাশিশুর কষ্ট। তবে গানটি তার লক্ষ-কোটি শ্রোতা এখনো শোনার সুযোগ পাননি ।
অপ্রচারিত এই গানের কথায় জ্যাকসন তুলে এনেছেন ১২ বছর বয়সী এক কন্যাশিশুর যৌন নিগৃহীত হওয়ার নিষ্ঠুর কাহিনি। শৈশব কাটিয়ে কৈশোরে পা রাখা শিশুটি তার সৎবাবার কাছে নিগ্রহের শিকার হয়। সেই কষ্টে সে বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং নিষিদ্ধ পল্লির বাসিন্দা হয়ে যায়।
জ্যাকসনের গাওয়া এই গানের শিরোনাম ‘তুমি কি জানো তোমার সন্তান কোথায়’। মৃত্যুর আগে জ্যাকসন যে আটটি গান রেকর্ড করে গিয়েছিলেন, এই গান তার মধ্যে একটি। সবগুলো গান নিয়ে মে মাসে আসছে জ্যাকসনের এক্সসক্যাপ অ্যালবাম।
নিগৃহীত শিশুটিকে নিয়ে লেখা জ্যাকসনের গানের প্রথম দুটি অন্তরা এরকম : ‘সে আমায় লিখেছে সৎবাবার নিগ্রহে সে এখন নিস্তেজ হয়ে পড়েছে/ নিগ্রহের সময় সৎবাবা তার জন্য অনেক কিছু কিনে আনত সে আমায় জানিয়েছে’।
ফাঁস হওয়া অন্তরাগুলো দ্য মিরর-এ প্রকাশিত হয়েছে। মিরর-এ প্রকাশিত এই দুই অন্তরার পরের অন্তরায় বলা হয়েছে- ‘তুমি কি জানো তোমার সন্তান কোথায়/ কারণ এখন সময়ের কাঁটা বারোটায় দাঁড়িয়ে/ তারা যদি বাইরের রাস্তায় কোথাও থাকে তাহলে চিন্তা করো তারা কতটা ভীতিকর অবস্থা আছে’।
গানটির কথায় আরো বলা হয়েছে, ‘আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।’ জ্যাকসনের বিরুদ্ধে শিশুনিগ্রহের অভিযোগ ওঠার পরে তিনি এ গানটি রেকর্ড করেন কিন্তু শ্রোতাদের মাঝে ছড়িয়ে দিয়ে যেতে পারেননি।
উল্লেখ্য, ২০০৯ সালের জুন মাসে ৫০ বছর বয়সে জ্যাকসন পৃথিবী থেকে বিদায় নেন।
তথ্যসূত্র : ডেইলি মেইল।