ঢাকা: ইংরেজীতে একটা কথা আছে, ‘ওল্ড ওয়াইন ইন নিউ বোটল’ অর্থ্যাৎ ‘নতুন বোতলে পুরনো মদ’। এই প্রবাদটি সত্যতা পাওয়া যাবে আগামী ২ জুলাই মুক্তি পেতে যাওয়া ‘হেট স্টোরি’র সিক্যুয়াল ‘হেট স্টোরি টু’ চলচ্চিত্রটিতে।
২০১২ সালে পাওলি দাম অভিনীত ‘হেট স্টোরি’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে হইচই পড়ে যায়। কারণ এই চলচ্চিত্রটিতে প্রায় নগ্ন হয়ে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন পাওলি দাম। আর এবার সেই পথেই হাঁটলেন ‘হেট স্টোরি টু’ এর নায়িকা সুরভিন চাওলা। সঙ্গে রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জয় বানসালি।
সম্প্রতি ‘হেট স্টোরি টু’ চলচ্চিত্রটির পোষ্টার প্রকাশ করা হয়েছে। মজার বিষয় হলো ‘হেট স্টোরি’ চলচ্চিত্রটির সঙ্গে ‘হেট স্টোরি টু’ এর পোস্টারের খুব একটা পার্থক্য নেই। পোষ্টারটিতে, নগ্ন শরীরের মাঝে কেবল একটি সাদা কাপড় জড়িয়ে, হাতে পিস্তল নিয়ে বসে আছেন নায়িকা সুরভিন চাওলা। মূলত অপরাধ দুনিয়ার কথা মাথায় রেখেই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।
এদিকে মাত্র ৪দিন আগে ইউটিউবে প্রকাশিত চলচ্চিত্রটির অফিসিয়াল ট্রেইলারটি এরই মধ্যে ৪ মিলিয়ন দর্শক ভিজিট করেছেন।
‘হেট স্টোরি’র মতো বিশাল পান্ডের পরিচালনায় এই চলচ্চিত্রটিও যৌন উত্তেজক হবে বলে, চলচ্চিত্র সমালোচকদের ধারণা। তাছাড়া চলচ্চিত্রটির গল্পও আগেরটার মতো। একজন সাধারন নারী কিভাবে অন্যায়ের বদলা নেবে তা নিয়েই এগিয়ে যাবে গল্প। ‘হেট স্টোরি টু’ চলচ্চিত্রটির ট্রেইলার দেখতে এখানে ক্লিক করুন।