[ads1]আইপিএল থেকে ফিরে দীর্ঘদিন ইনজুরিতে ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে থাকলেও অবশেষে বৃহস্পতিবার প্রথমবারের মতো নেটে বোলিং সেশন করেছেন কাটার মাস্টার।
এর আগে মুস্তাফিজ মাঠে না নামালেও সময় কেটেছে জিম করে। মিরপুরে সকালে বিসিবির ট্রেনার মারিও ভিল্লাভারায়ান এবং ফিজিও বায়েজিদুল ইসলামের অধীনে ৬ ওভার নেটে বোলিং করেন মুস্তাফিজ।
তবে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘মুস্তাফিজের উন্নতি হয়েছে দেখেই নেটে বোলিং অনুশীলন করেছে। যদিও তার উপর এখনও আমাদের পর্যবেক্ষণ চলছে তবে তার পরোপুরি ইনজুরি কাটিয়ে ওঠতে আরও কিছু দিন সময় লাগবে।’[ads2]