লক্ষ্য বড় হলেও উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য দারুণ। তাই অতি রোমাঞ্চিত হয়েই বিপদ ডেকে এনেছেন ব্যাটসম্যানরা, ধারণা বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের চারটি ম্যাচেই উইকেট ব্যাটিংয়ের জন্য ছিল দারুণ। এই ভালোর মধ্যেও সবচেয়ে সেরা উইকেট ছিল সম্ভবত শেষ ম্যাচেই। বল ব্যাটে এসেছে দারুণ ভাবে। কিন্তু ১৮১ রান তাড়ায় প্রথম তিন ওভারেই ৪ উইকেট হারিয়ে পথ হারিয়ে বসে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, ভালো উইকেটই কাল হয়েছে বাংলাদেশের।
বেশি শট খেলতে গিয়েই শুরুর বিপর্যয় হয়েছে। ‘উইকেট অনেক ভালো ছিল, এজন্য ব্যাটসম্যানরা ওভার এক্সাইটেড হওয়ায় সমস্যা হয়ে গেছে। আমার মনে হয়, উইকেট যত ভালোই হোক, শুরুতে গিয়ে একটু সেট না হয়ে মারা কঠিন। সবাই গিয়েই একটু দ্রুত শট খেলেছে।’ শুরুতে একটি-দুটি উইকেট কম হারালে আর শেষ দিকে আর দু-একটি উইকেট থাকলে জিততেও পারত বাংলাদেশ, বিশ্বাস অধিনায়কের। ‘অমন শুরুর পরও রিয়াদ (মাহমুদউল্লাহ) খুব ভালো ব্যাট করেছে। আমরা কাছেও গিয়েছিলাম। যদি উইকেট থাকত বা ১৫-১৬ রান দরকার হতো শেষ ওভারে; একজন ব্যাটসম্যান থাকলে হয়ত কাজ হতো। কারণ বোলাররা ওই সময় চাপে থাকে।’