অনলাইন পোলে ভারতের শচিন টেন্ডুলকারকে টপকে ভিভ রিচার্ডস একদিনের ক্রিকেটে সর্বকালের সেরার সম্মান পেয়েছেন৷
ইএসপিএনের ‘ক্রিকেট ম্যান্থলি’র উদ্যোগে এই অনলাইন পোল হয়েছিল৷ অনলাইন পোলে ভোট দিয়েছেন ক্রিকেটার, ধারাভাষ্যকার, ক্রিকেট বিশেষজ্ঞসহ ৫০ জন৷ ৫০-এর মধ্যে ২৯ জনের প্রথম পছন্দের ভোট পেয়েছেন প্রাক্তন ওয়েষ্ট ইন্ডিজ অধিনায়ক৷ সেই ভোটারদের মধ্যে ছিলেন, ইয়ান চ্যাপেল, ক্লাইভ লয়েড, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং ও গ্রেম স্মিথের মতো প্রাক্তনরা৷
ওয়াসিম আকরামকে অল্পের জন্য হারিয়ে সচিন পেয়েছেন দ্বিতীয় স্থান৷ কিন্তু বিশ্ব ক্রিকেটে সকলেই শচিনকে একদিনের ক্রিকেটে গ্রেটেস্ট বলেই জানতেন৷ ভোটবাক্সে তার প্রতিফলন দেখা যায়নি৷ প্রথম পাঁচ ক্রিকেটারের মধ্যে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একেবারে শেষে৷ চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট৷
বিশ্বের মোট ২১ জন ক্রিকেটার ভোট পেয়েছেন৷ তার মধ্যে ভারতের পাঁচজন৷ ৫০ জন ভোটার বিশ্ব ক্রিকেটে স্বপ্নের প্রথম একাদশ বেছে দিয়েছেন– অ্যাডাম গিলক্রিস্ট, সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, মহেন্দ্র সিং ধোনি, ভিভ রিচার্ডস, জ্যাক ক্যালিস, সনথ জয়াসুরিয়া, কপিল দেব, ওয়াসিম আকরাম, শ্যেন ওয়ার্ন, জোয়েল গার্নার৷
বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ৭০ ও ৮০ দশকে রিচার্ডসের ধারে-কাছে কেউ ছিলেন না৷ ১৯৭৫ ও ৭৯ বিশ্বকাপ জয় করার পিছনে রিচার্ডসের ভূমিকা ছিল অনবদ্য৷ তারপর একদিনের ক্রিকেটে নতুন নিয়মের মধ্যে তাঁকে খেলতে হয়েছে৷ পেসারদের বিরুদ্ধে খেলার সময় হেলমেট পড়তে পছন্দ করতেন না৷ সাহসী ক্রিকেটারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম৷ এই সব কারণেই প্রথম পছন্দের ভোট তিনি পেয়েছেন৷
যদিও ২৩ বছরের ক্রিকেট জীবনে ওয়ান ডে’র বহু রেকর্ড শচিনের হাত ধরে নতুন করে লেখা হয়েছে৷ তবু বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন তিনি সবার প্রথম পছন্দের ভোট পাননি৷