পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হতে যখন আর মাত্র একদিন বাকি তখন মুস্তাফিজুর রহমানের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে কাঁধে চোট পান বাঁ-হাতি এই পেসার। তাই, এই মুহূর্তে তাকে পিএসএলে পাঠানোর ঝুঁকি নিতে চায় না বোর্ড। তাই, বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত হল তরুণ এই তারকাকে পিএসএল খেলতে অনাপত্তিপত্র দেয়া হবে না। তবে সুযোগ পাওয়া অন্য তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পিএসএল খেলতে বিসিবির তরফ থেকে কোন বাঁধা নেই। খবরটা নিশ্চিত করেছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘মুস্তাফিজের সেরে উঠতে আরও সপ্তাহদুয়েকের মত সময় লাগবে। আশা করছি ও এশিয়া কাপের আগেই ফিট হয়ে যাবে। আর এরপরেই বিশ্বকাপ। ফলে সামনের বড় দুটি টুর্নামেন্টকে সামনে রেখে আমরা ওর ব্যাপারে ঝুঁকি নিতে চাই না।’ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া পিএসএলে মুস্তাফিজকে ৫০ হাজার ডলারে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। পিএসএলে খেলার অনুমতি না পেয়ে আর্থিক ক্ষতিতে পড়েছেন মুস্তাফিজ। বিসিবি এর ক্ষতিপূরণ দিবে বলেও জানালেন জালাল ইউনুস। এ ব্যাপারে বোর্ডের আগামী বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলেও জানালেন তিনি। বললেন, ‘অবশ্যই ওর ক্ষতিপূরণের ব্যাপারটা আমার দেখতে হবে। এটা নিয়ে আমরা ভাবছি। এমন কিছু একটা করতে হবে যাতে করে আর্থিক ক্ষতিটা খুব বেশি না হয়।