ঢাকা: লর্ডসে বৃহস্পতিবার নামার আগে মাইকেল ক্লার্কের বুক নিশ্চয় কাঁপবে। ইংল্যান্ডের বিপক্ষে হারের ভয়ে নয়, বাংলাদেশের পারফরম্যান্সে! কারণ মাশরাফি বিন মর্তুজার দলের পরের সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর মাশরাফিরা যেরকম ফর্মে আছেন তাতে অস্ট্রেলিয়াও বাংলাদেশের মাটিতে আর আগের অস্ট্রেলিয়া থাকবে না সেটাই স্বাভাবিক। বাংলাদেশ টেস্ট খেলুড়ে সাত দেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ জিতলেও সেই স্বাদ পাওয়া হয়নি অসিদের বিপক্ষে। তালিকায় আছে ইংল্যান্ড এবং শ্রীলংকাও।
বাংলাদেশ প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ জেতে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। সেবার জিম্বাবুয়েকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল হাবিবুল বাশারের দল। এরপর সর্বশেষ বুধবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ মোট ১৯ বার দ্বিপক্ষীয় সিরিজ জিতলো। এরমধ্যে আটবার জিম্বাবুয়ের বিপক্ষে, দু’বার নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং কেনিয়ার সঙ্গে এবং একবার করে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের। এখন বাকি রইলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলংকা।
বাংলাদেশের যতো ওয়ানডে সিরিজ জয়-
| খেলা | প্রতিপক্ষ | মৌসুম | সিরিজের ফলাফল |
| ১ | জিম্বাবুয়ে | ২০০৪/০৫ | ৩-২ |
| ২ | কেনিয়া | ২০০৪/০৫ | ৪-০ (বাংলাওয়াশ) |
| ৩ | কেনিয়া | ২০০৬ | ৩-০ (বাংলাওয়াশ) |
| ৪ | জিম্বাবুয়ে | ২০০৬/০৭ | ৫-০ (বাংলাওয়াশ) |
| ৫ | স্কটল্যান্ড | ২০০৬/৭ | ২-০ (বাংলাওয়াশ) |
| ৬ | জিম্বাবুয়ে | ২০০৬/০৭ | ৩-১ |
| ৭ | আয়ারল্যান্ড | ২০০৭/০৮ | ৩-০ (বাংলাওয়াশ) |
| ৮ | জিম্বাবুয়ে | ২০০৮/০৯ | ২-১ |
| ৯ | ওয়েস্ট ইন্ডিজ | ২০০৯ | ৩-০ (বাংলাওয়াশ) |
| ১০ | জিম্বাবুয়ে | ২০০৯ | ৪-১ |
| ১১ | জিম্বাবুয়ে | ২০০৯/১০ | ৪-১ |
| ১২ | নিউজিল্যান্ড | ২০১০/১১ | ৪-০ (বাংলাওয়াশ) |
| ১৩ | জিম্বাবুয়ে | ২০১০/১১ | ৩-১ |
| ১৪ | ওয়েস্ট ইন্ডিজ | ২০১২/১৩ | ৩-২ |
| ১৫ | নিউজিল্যান্ড | ২০১৩/১৪ | ৩-০ (বাংলাওয়াশ) |
| ১৬ | জিম্বাবুয়ে | ২০১৪/১৫ | ৫-০ (বাংলাওয়াশ) |
| ১৭ | পাকিস্তান | ২০১৫ | ৩-০ (বাংলাওয়াশ) |
| ১৮ | ভারত | ২০১৫ | ২-১ |
| ১৯ | দক্ষিণ আফ্রিকা | ২০১৫ | ২-১ |