মিউনিখ: নেদারল্যান্ড তারকা আরিয়্যন রোবেন জানিয়েছেন, তার বায়ার্ন মিউনিখ সতীর্থ ম্যানুয়েল নয়ার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘ব্যালন ডি’অর’ জিতবেন বলে তিনি আশাবাদী।
২০১৪ সালে বায়ার্ন মিউনিখের হয়ে ডাবল জেতার পর ব্রাজিল বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ শিরোপা জিতিয়েছেন জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়ার। ২০১৪-১৫ মৌসুমেও ‘দুর্দান্ত’ পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখেছেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। চলতি বছর ব্যালন ডি’অর এর জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেশি ফেভারিট মনে করা হয়। লিওনেল মেসিও রয়েছেন সামনের তালিকায়। ফলে অনেকের ধারণা, নয়ার দুর্দান্ত পারফরমেন্স দেখালেও মেসি ও রোনাল্ডোকে টপকে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জিততে পারবেন না।
তবে রোবেনের বিশ্বাস, মেসি-রোনাল্ডোকে হারিয়ে আগামী ১২ জানুয়ারি জুরিখে ব্যালন ডি’অর এর ট্রপি উঁচিয়ে ধরবেন নয়ার। গোল ডটকমকে দেয়া সাক্ষাৎকারে রোবেন বলেন, “আমি জানি না নয়ারের ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা কতোটুকু। তবে আমি এটুকু বলতে পারি, ব্যালন ডি’অর জয়ের জন্য ম্যানুয়েল নয়ার’ই যোগ্য ব্যক্তি।”
নিজের মতের পক্ষে যুক্তি দেখিয়ে এই ডাচ স্ট্রাইকার বলেন, “ক্লাব ও জাতীয় দলের হযে সে দুর্দান্ত বছর কাটিয়ছে। তার শারীরিক ভাষা ও দক্ষতা এককথায় অসাধারণ। আপনি যদি স্ট্রাইকার হিসেবে তার সামনে দাঁড়ান, তবে সে নিজ দক্ষতায় সহজের আপনাকে পরাভূত করতে পারে। ব্যালন ডি’অর এর জন্য আমি তাকেই বেছে নিবো।”
আর ডি