পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আক্রমণাত্মক আচরণের দায়ে জরিমানার শিকার হলেন পাকিস্তানের তারকা বোলার ওয়াহাব রিয়াজ ও ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। রোববার ম্যাচ চলাকালীন আহমেদ শেহজাদের সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন রিয়াজ।
এর আগে গত বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনকে উদ্দেশ্য ওয়াহাব রিয়াজের আক্রমণাত্মক আচরণ ছিল আলোচনার তুঙ্গে। এরপর আবারো একই ধরনের ঘটনার পনুরাবৃত্তি করলেন এই পেসার।
‘বিতর্কিত’ ওই ঘটনায় দায় একা ওয়াহাব রিয়াজের ছিল না। সেখানে দায়ী ছিলেন শেহজাদও। তাই ওয়াহাবকে ম্যাচ ফির ৪০ শতাংশ এবং শেহজাদকে ৩০ শতাংশ জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রোববার পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্সের মধ্যকার ম্যাচের সময়ে প্রায় শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এই ঘটনায় দুজনই দোষী হওয়ায় তাদের জরিমানা করেন ম্যাচ রেফারি রোশন মহানামা।
Next Post