প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের ডাবল সেঞ্চুরির লিস্টটা খুব বেশি বড় নয়। যারা আছেন তারা হলেন মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার সুমন ও মিনহাজুল আবেদিন নান্নু।কিন্তু এবার এই দলে যোগ দিলেন মোসাদ্দেক হোসেন অবশ্য তিনি এদের সবাইকে ছাড়িয়ে গেছেন।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৯ ইনিংসেই তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক হোসেন। চলতি বছর সেঞ্চুরি করেছেন ছয়টি, যার তিনটিকেই পরিণত করেছেন ডাবলে।যা এর আগে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের তিনটি দ্বিশতক নেই।
এ নিয়ে টানা চারটি প্রথম শ্রেণির ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। এমন খেলতে থাকলে হয়তো একদিন বাংলাদেশ জাতীয় দলের হাল ধরবেন তিনি। অবশ্যে এরি মধ্যেই ‘এ’ দলের হয়ে দক্ষিন আফ্রিকায় সফরের টিকিট পাকা হয়ে গেছে তার।