অস্ট্রেলিয়া সফরে অবশেষে জয়ের মুখ দেখল ভারত। সিডনিতে শনিবার সিরিজের ৫ম ও শেষ ওয়ানডে ম্যাচে ২ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় পেয়েছে ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩০ রান করে। জবাবে ভারত ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
রোহিত শর্মার ৯৯ ও মনীশ পাণ্ডের শতরানে সিরিজের শেষ ম্যাচে জয়ের হাসি হাসল ভারত। সেইসাথে হোয়াইটওয়াশও এড়াতে সক্ষম হলো।
এর আগে শুরুর ধাক্কা সামলে ফের স্কোরবোর্ডে তিনশ’র বেশি রান তোলে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া৷ সৌজন্যে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ৷ দু’জনেই এদিন শতরান করলেন৷ ডেভিড ওয়ার্নার আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মিচেল মার্শ৷ ভারতের হয়ে সফল বোলার ভুবনেশ্বর কুমারের জায়গায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানো জসপ্রীত বুমরা৷ তিনি ১০ ওভারে ৪০ রান দিয়ে দু’উইকেট নিয়েছেন৷ নির্ধারিত ৫০ ওভারে অজিদের সংগ্রহ সাত উইকেটে ৩৩০ রান৷
শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ অধিনায়কের সিদ্ধান্তের পূর্ণ মর্যাদা দিয়ে ম্যাচের প্রথম ওভারের শেষ বলেই অ্যারন ফিঞ্চের (৬) উইকেট তুলে নেন ইশান্ত শর্মা৷ এরপর তিন নম্বরে ব্যাট করতে নামা স্টিভ স্মিথ মাত্র ২৮ রান করেই বুমরার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন৷ বেশিক্ষণ ক্রিজে ছিলেন না জর্জ বেইলি ও শন মার্শ৷ মাত্র ৬ রান করে ঋষি ধাওয়ানের বলে আউট হন বেইলি৷ এর মধ্যে আবার শন মার্শও (৭) রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন৷ চার উইকেট পরে যাওয়ার পর অজিদের ইনিংসের হাল ধরেন ওয়ার্নার ও মিচেল মার্শ জুটি৷ উল্টোদিক থেকে পাল্টা আক্রমণ করতে থাকেন ডেভিড ওয়ার্নার৷ তিনি ও মার্শ দু’জনেই সেঞ্চুরি করেন৷ অজিদের বিধ্বংসী বাঁ-হাতি ওপেনারটি ১১৩ বলে ১২২ রান করে আউট হন৷ তাঁর ইনিংসটি ৯ টি চার ও তিনটি ছয়ে সাজানো ছিল৷ অন্যদিকে, মাত্র ৮৪ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন মিচেল মার্শ৷ তাঁর ঝোড়ো ইনিংসে তিনি ৯টি চার ও দু’টি ছয় মারেন৷ শেষদিকে ম্যাথু ওয়েড ২৭ বলে ৩৩ রান করেন৷
এদিনের ম্যাচে অজি দলে ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল৷ অন্যদিকে চোটের কারণে ভারতীয় দলে থাকতে পারেননি অজিঙ্ক রাহানে ও ভুবনেশ্বর কুমার৷