আইপিএলের নিলামের জন্য ঘোষিত ৭০০ খেলোয়াড়ের তালিকায় রয়েছেন টাইগার ক্রিকেটের হাল সেনসেশন মুস্তাফিজুর রহমান। তার প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি বাংলাদেশী টাকায় ৫৮ লাখ ৫০ হাজার টাকা।
আগামীকাল ৭০০ জনের এ তালিকা থেকে ৩০০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
প্রস্তাবিত মূল্য ৫৮ লাখ টাকা হলেও মুস্তাফিজের সাম্প্রতিক পারর্ফমেন্স দৃষ্টি কেড়েছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির। তাতে করে তার মূল্য আরও বেড়ে যেতে পারে বলে আভাস ভারতীয় মিডিয়ায়।
এবারের নিলামে সর্বোচ্চ প্রস্তাবিত মূল্য ২ কোটি টাকা। এ তালিকায় আছেন ১০ ক্রিকেটার। এরা হলেন: যুবরাজ সিং, কেভিন পিটারসন, দীনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, সাঞ্জু স্যামসন, ধাওয়াল কুলকার্নি, শেন ওয়াটসন, ইশান্ত শর্মা, মিশেল মার্শ এবং আশিস নেহরা।