অলরাউন্ডার মিরাজে বাংলাদেশের জয়

0

cricket teamআইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হলেও শ্রীলঙ্কাকে তৃতীয় হওয়ার সান্ত্বনা নিয়ে এবারের প্রতিযোগিতা শেষ করেছে মেহেদী হাসান মিরাজরা।
শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই সবগুলো উইকেট হারিয়ে ২১৪ রান তুলতে পারে শ্রীলঙ্কার যুবারা। জবাবে ৪৯.৩ ওভারে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে জুনিয়র টাইগাররা।
শ্রীলঙ্কার যুবাদের দেয়া ২১৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জাকির হাসান বিদায় নেন। কিন্তু অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অর্ধশতক ও অন্যান্যদের ছোট ছোট অবদানে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। মিরাজ করেন ৫৩ রান। তার ৬৬ বলের ইনিংসটি সাজানো ছিল ১টি ছয়ের মারের পাশাপাশি ২টি চারের মারে। এছাড়া নাজমুল হাসান শান্ত ৪০, জাকের আলী ৩১ ও জয়রাজ শেখ করেন ২৬ রান। নির্ধারিত ওভারের ৩ বল আগেই ৭ উইকেট হারিয়ে ২১৮ রান তুলে জয় নিশ্চিত করার পাশাপাশি তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশের যুবারা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক আসালানকা। চরিত আসালানকার ৭৬ রানের সুবাদে ৪৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে ২১৪ রান তোলে লঙ্কানরা। বাংলাদেশের সফলতম বোলার মিরাজ নেন ৩টি উইকেট। আর ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দীন এবং আব্দুল হালীম।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More