কথিক ‘নিরাপত্তা’ অজুহাতে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া তাদের দ্বিপক্ষীয় সিরিজটি বাতিল করলেও তার ক্ষতিপূরণ চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দেরিতে হলেও অজিদের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজই খেলতে আগ্রহী বিসিবি। দুবাইয়ে আইসিসির সভা থেকে ফিরে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এমপি।
তিনি বলেন, জরিমানা যদি দিয়ে দেয় তাহলে তো আর কোনো দেশই খেলতে চাইবে না শুধু টাকা পাঠিয়ে দেবে। আমরা তো টাকা চাই না। আমরা খেলতে চাই।
‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপটা শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে চাচ্ছি না। কেননা, এখন যদি কোন ছোট্ট দুর্ঘটনা ঘটে যায় তাহলে সে বিষয়টি আরও বড় হয়ে দেখা দিবে। আগে ভালো ভাবে টুর্নামেন্টটি শেষ হোক তার পর আমরা জোর দিয়ে বলতে পারবো।’