দুর্দান্ত ফাইনালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩ উইকেটে কিংস ইলেভেন পাঞ্জাবকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে করে ১৯৯ রান। জবাবে কলকাতা নাইট রাইডার্স ৩ বল বাকি থাকতে ২০০ রান করে ৭ উইকেটে।
কলকাতার হয়ে মনিশ পান্ডে ৯৪ রান করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যা।ন রবিন উত্থাপা আজ মাত্র ৫ রানে বিদায় নেন। সাকিব আল হাসান ১২ রান করে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন।
প্রথমে ব্যাট করতে নেমে ২০০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় কিংস ইলেভেন পাঞ্জাব। আজ ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত ফাইনালে ঋদ্ধিমান সাহার অনবদ্য সেঞ্চুরির সুবাদে তারা নির্ধারিত ২০ ওভারে তারা ৪ উইকেটে ১৯৯ রান করে। সাহা ৫৫ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া বোহরা করেন ৬৭ রান। মাত্র ৩০ রানে সেহবাগ ও বেইলিকে আউট করে বেশ উল্লসিত হয়েছিল কলকাতা। কিন্তু সাহা ও বোহরার তা-বে সেই উল্লাস স্থায়িত্ব পায়নি। তার ওপর মিস ফিল্ডিং তাদের অবস্থা আরো করুণ করে তোলে।
কলকার পক্ষে চাওলা ২টি, যাদব, নারাইন একটি করে উইকেট নেন।
বাংলাদেশের সাকিব ৪ ওভার বল করেন। তবে কোনো উইকেট পাননি। তিনি ২৬ রান দেন।
টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর।