আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ক্রিকেটারদের প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান ছাড়াও তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার আসন্ন আইপিএলে স্থান পেয়েছে। পুরাতনদের মধ্যে রয়েছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার আইপিএলের নবম আসরে মুস্তাফিজের পর তামিম, তাসকিন এবং সৌম্যর ভিত্তিমূল্য নির্ধারণ করেছে বিসিসিআই।
চারজন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ইতোমধ্যে মুস্তাফিজের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৫ মিলিয়ন রুপি। যা বাংলাদেশি টাকায় ৫৮ লাখ টাকা। ওপেনার তামিম ইকবালের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৫ মিলিয়ন রুপি। যা বাংলাদেশি টাকায় ৫৮ লাখ টাকা। এছাড়া ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার ও পেসার তাসকিনের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৩ মিলিয়ন রুপি। যা বাংলাদেশি টাকায় ৩৫ লাখ টাকা।
প্রাথমিক তালিকার ৭০০ জন থেকে ৩০০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। আর আগামী ৬ ফেব্রুয়ারি এই তালিকার খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে।
এছাড়াও এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২০ মিলিয়ন রূপি। এই ক্যাটাগরিতে রয়েছেন যুবরাজ সিং, কেভিন পিটারসেন, দিনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, মিচেল মার্শ ও শেন ওয়াটসন।
Next Post