পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয় নিয়ে সিরিজে সমতায় ফিরলো নিউজিল্যান্ড। আজ রোববার হ্যামিল্টনের সেডন পার্ক মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। বড় টার্গেটের পেছনে ইনিংসের আগাগোড়া ব্যাট হাতে পাকিস্তানি বোলারদের ঘাম ঝরান কিউই দুই ওপেনার মার্টিন গাপটিল ও কেন উইলয়ামসন।
চতুর্থ উইকেটে এ দু’জন গড়ে তোলেন ৬৩ রানের জুটি। চার নম্বরে ব্যাট হাতে শোয়েব মালিক করেন ৩৯ রান। আর ব্যক্তিগত ৫৬ রানে অপরাজিত থাকেন উমর আকমল। তিন বলের ইনিঙসে এক ছক্কায় আফ্রিদি করেন ৭ রান। এতে ১৬৮/৭ সংগ্রহ নিয়ে থামে পাকিস্তানের ইনিংস। কিউই বল হাতে চার ওভারের স্পেলে ২৩ রানে দুই উইকেট নেন পেসার মিচেল ম্যাকলিনাঘান ।
জবাবে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানি বোলারদের ব্যাট হাতে শাসনে রাখেন কিউই দুই ওপেনার। ৫৮ বলে অপরাজিত ৮৭ রান করেন মার্টিন গাপটিল। এতে গাপটিল হাঁকান ৯টি বাউন্ডারি ও চারটি ছক্কা। ৪৮ বলের ইনিংসে ১১ বাউন্ডারিতে কিউই অধিনায়ক কেন উইলয়ামসন অপরাজিত থাকেন ব্যক্তিগত ৭২ রানে। জয় শেষে ম্যাচ সেরা পুরস্কার ভাগাভাগি করেন গাপটিল-উইলিয়ামসন।