প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড নতুন করে ঝটকা দিল অবনমন এলাকায় থাকা সান্ডারল্যান্ড। শনিবার তারা ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলদের।
অবশ্য ম্যাচে হার এড়াতেও পারতো লুইস ফন গালের শীষ্যরা। গোলরক্ষক ডেভিড ডি গিয়ার আত্মঘাতী গোলেই হার নিশ্চিত হয় প্রিমিয়ার লিগের সফলতম দলটির।
ম্যাচের মাত্র তিন মিনিটেই লিড নেয় স্বাগতিকরা। দলের তিউনিশিয়ান ফরোয়ার্ড ওয়াহাবি খাজরির গোলে এগিয়ে যায় সান্ডারল্যান্ড। তবে প্রথমার্ধেই ম্যানইউকে সমতায় ফেরান অ্যান্থনি মার্শাল।
১-১ এ সমতায় থেকে বিরতিতে যায় দু’দল। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ম্যানইউয়ের কপাল পোড়ে ম্যাচের ৮২তম মিনিটে।
ওয়াহাবি খাজরির কর্নার কিক থেকে জোরালো কোনের হেডারে ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে ফেলেন ডেভিড ডি গিয়া। আর তাতেই নিশ্চিত হয়ে যায় দলের হার।
২৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম স্থানে রয়েছে সান্ডারল্যান্ড। আর ১ ম্যাচ কম খেলা লেস্টার সিটি ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।
Prev Post