ঠিকই ছিল মঙ্গলবার বা বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসরের কথা ঘোষণা করবেন বীরেন্দ্র সেহবাগ। সেই মতো মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। সেই সঙ্গে আইপিএল থেকেও অবসর নিলেন তিনি। তবে তিনি হরিয়ানার হয়ে এই মরসুমে রঞ্জি ম্যাচ খেলবেন বলে জানিয়েছেন।
দেশের হয়ে মোট ১০৪টি টেস্ট, ২৫১টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন সেহবাগ। তার বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতে গ্যালারিতে বসে থাকা দর্শকদের মন ভরিয়েছেন এক সময়।