বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আবারও মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল বিশ্বকাপের দুই ফাইনালিস্ট জার্মানি ও আর্জেন্টিনা।
ফাইনালের দুই মাসের মাথায় ৩ সেপ্টেম্বর এক প্রীতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল মুখোমুখি হচ্ছে। জার্মানির ডুসেলডর্ফে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ফাইনালে জার্মানিকে না হারাতে পারলেও এবার হারানোর একটি সুযোগ থাকবে মেসি বাহিনীর জন্য। অন্যদিকে নিজেদের প্রেস্টিজ রক্ষার্থে জার্মানিও জয়ের জন্য খেলবে।
২০১৪ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও জার্মানি। ২৮ বছরের শিরোপার খরা ঘোচানোর দারুণ একটা সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। জার্মানির মারিও গোতসের করা একমাত্র গোলে জয় পায় জার্মানি।