আজকের টি-২০ বিশ্বকাপের ভারত পাকিস্তানের খেলায় টিকিট বিক্রি হয়েছে চড়া দামে। আবার লোকারণ্য হবে তেমনি। ইতিমধ্যে শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম, মিরপুরের বাইরে অপেক্ষা কড়ছে শত শত দর্শক এমনটি জানান আমাদের প্রতিনিধি। এবং সেখানে অধিকাংশ দর্শকই পাকিস্তান সমর্থিত। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ঝর উঠেছে। আবারো কি পাক প্রেমে পাগল বাঙ্গালীরা? আজকি স্টেডিয়াম রাজাকারে লোকারণ্য হবে? পাকিস্তান করলে রাজাকার আর ভারত করলে দালাল এমন কিছু প্রশ্ন ও কথা তুলেছে ফেসবুক ও টুঁইটারে। এমনটি হওয়া উচিৎ নয় বলে দাবি করেন খেলোয়াড়রা।
Prev Post
Next Post