স্পোর্টস ডেস্ক : মিরপুরে অবস্থিত জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এ মাঠেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে আরেকটি কৃতিত্ব অর্জন করতে যাচ্ছেন সাকিব আল হাসান।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও চান এই টেস্টে সাকিব সে মাইলফলকটি স্পর্শ করুক। লক্ষ্য পূরণ থেকে সামান্য দূরে রয়েছেন সাকিব আল হাসান।
কেননা ঢাকা টেস্টের লড়াইয়ে জয়ের বিকল্প ভাবছেন না টাইগার সেনাপতি। আর সাকিব জ্বলে উঠুক এটাই চান তিনি। শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাঠে এক হাজার করার অপেক্ষায় আছেন তিনি।
এর আগে ১২ টেস্টের ২৩ ইনিংস খেলেছেন তিনি। তার গড় রান ৪৩.৪৫। মোট রান ৯৫৬। এই মাঠে সাকিবের পরে রয়েছেন তামিম। তামিম ৭৭৪ রান করেন।
সাকিব এই মাঠে ১০০০ রান করার অপেক্ষায় আছেন। এখানে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে পাঁচবার।
SK