[ads1]শুরু থেকেই দাপট ছিল আর্জেন্টিনার। শেষ পর্যন্ত তা অব্যাহত থাকল। ৩-০ তে বলিভিয়াকে হারাল সাদা-আকাশিরা। এর ফলে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল বলিভিয়া। ম্যাচের প্রথমার্থেই এগিয়ে যায় আর্জেন্টিনা। দুই মিনিটের ব্যবধানে তারা প্রথম দুটি গোল করেছে। ১৩ মিনিটে এরিক ল্যামেলা গোল করে দলকে এগিয়ে দেন। ২৫ গজ দূর থেকে নেয়া তার ফ্রি-কিকটি বলিভিয়ার দেয়াল গুঁড়িয়ে দেয়। দ্বিতীয় গোলটি করেন এজেকুইল ইভান ল্যাভেজ্জি। এরপর ৩২ মিনিটে তৃতীয় গোলটি করেন ভি কয়েস্তা। এটা তার প্রথম আন্তর্জাতিক গোল। দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।[ads2]