[ads1]নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী সোমবার কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে চিলির মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তার আগে বৃহস্পতিবার হোস্টন থেকে আর্জেন্টিনা দলের নিউজার্সিতে যাওয়ার ফ্লাইটে দেরি হওয়ায় মেসি বেশ হতাশ।
এর জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কঠোর সমালোচনাও করেছেন দলের সবচেয়ে বড় এই তারকা। ফ্লাইট দেরি হওয়ার পর সোশ্যাল নেটওয়ার্ক সাইট ইনস্টাগ্রামে আর্জেন্টাইন অধিনায়ক ক্ষোভে ফেটে পড়েন।
তিনি বলেন, ‘হায় ঈশ্বর! আরও একবার বিমানে দেরি। এএফএ ’র কী চূড়ান্ত ব্যর্থতা।’
মেসির এই সমালোচনার পর এএফএ এক বিবৃতিতে জানায়, আবহাওয়ার সমস্যার কারণেই ফ্লাইট দেরি হয়েছে। ফ্লাইটের সব সূচি কোপা আমেরিকার শতবর্ষীয় আসরের আয়োজকরা করছে বলেও উল্লেখ করেন তাঁরা।[ads2]