আমেরিকায় আশরাফুলের নেতৃত্বে টি-টোয়েন্টির আসর ডিভারসিটি কাপ ২০১৫ খেলছে বাংলাদেশ। বাংলাদেশ দুটি দেশকে বীরদর্পে হারিয়েছে। আর এই দুইদেশের বিরুদ্ধেই আশরাফুলের ব্যাট থেকে আসে ঝড়ো ইনিংস। আমেরিকায় নিজের বিশ্বকাঁপানো তান্ডবে দুটি দেশকে একাই কাঁদালেন আশরাফুল।
এক কথায় শ্রীলঙ্কা লায়নস ও কানাডার ম্যাপল লিফের বিরুদ্ধে যেন একক রাজা হয়ে উঠলেন তিনি। কানাডার বিরুদ্ধে ৬৮ বলে তিনি ১০২ রান করেন। কানাডার বিরুদ্ধে বাংলাদেশ প্রথম ব্যাট হাতে ৫ উইকেটে ১৭৮ রান করেন।
জবাবে ৮ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি করতে পারেনি কানাডা। অন্যদিকে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১১৭ রানের টার্গেট দেয়। বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৮ ওভার ৩ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায়। আশরাফুল এখানে ৬৯ রান করেন। বাংলাদেশের এই ম্যাচ দুটি জয়ের নায়ক আশরাফুল।