সব ওভার শেষ করার আগেই আয়ারল্যান্ড ২৪৯ রানে অল-আউট হয়। আর ভারতের জন্য ছেরে জায় ২৫০ এর টার্গেট। ভারতের লড়বে বাঘা বাঘা প্লেয়াররা। জয় নিশ্চিত, তবে যদি আয়ারল্যান্ড তাদের ভালো বোলিং ও ফিল্ডিং দেখাতে পারলে ভারতকে বদ করা তাদের জন্য সহজ হবে। তবে এই নাটকীও ম্যাচ আসলেই দেখা যাবে কিনা তা নিয়ে একটু সন্দেহ রয়েছে। তবে এই আয়ারল্যান্ড হারিয়েছে বড় বড় টিমকে। এটি মাথায় রেখেই খেলবে ভারত।