বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বুধবার রাতে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ছেন স্পিনার সোহাগ গাজী। বাংলাদেশের আরেক তরুণ পেসার আল আমিন হোসেনের বোলিং অ্যাকশনের পরীক্ষা হবে আগামী ৩ অক্টোবর। আল আমিনও যাচ্ছেন ব্রিটেনেই, তবে কার্ডিফে নয়। বাংলাদেশের এই পেসারের পরীক্ষা হবে লিস্টারশায়ারের লাফবরো ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারে।১৯ সেপ্টেম্বর কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা হবে বাংলাদেশের অন্যতম সেরা অফস্পিনার সোহাগ গাজীর। এ ধরনের পরীক্ষা সাধারণত একক বোলারকে দিতে হয়। গত ২২ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে গাজীর সব ধরনের ডেলিভারিকে সন্দেহজনক মনে করেন ম্যাচ অফিসিয়ালরা। তাদের রিপোর্টের জন্যই গাজীকে পরীক্ষা দিতে হচ্ছে।
এর আগে গত জুলাইয়ে এখানেই পরীক্ষা দিয়েছিলেন কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডের খণ্ডকালীন অফ স্পিনার পরে নিষিদ্ধও হয়েছেন। আল আমিন এখনো ওয়েস্ট ইন্ডিজে থাকলেও ভিসার আবেদন করা হয়েছে এর মধ্যেই। সব ঠিক থাকলে হয়তো ১ অক্টোবর যাবেন আল আমিন। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে বাংলাদেশের এই তরুণ পেসারের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলেন আম্পায়াররা।