[ads1]আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৩০ জনের প্রাথমিক দল প্রকাশ করে।
এই দলে বেশ চমক রয়েছে। দীর্ঘদিন পর সুযোগ পেয়েছেন ওপেনার শাহরিয়ার নাফীস, সোহরাওয়ার্দী শুভ ও রকিবুল হাসান।
২৪টি ও ৭৫টি ওয়ানডে খেলা শাহরিয়ার নাফীস দীর্ঘদিন পর প্রাথমিক দলে ডাক পেয়েছেন। তিনি ২০১৩ সালের এপ্রিলে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। আর সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১১ সালের ডিসেম্বরে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আর রকিবুল প্রাথমিক দলে ডাক পেয়েছেন প্রায় পাঁচ বছর পর। তিনি ২০১১ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং একই বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন।
দলে ফিরেছেন পেসার রুবেল হোসেনও। গত ফেব্রুয়ারিতে ঘোষিত বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি রুবেল হোসেন। সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে চুক্তি থেকে বাদ পড়েছিলেন প্রথমবার। ঢাকা প্রিমিয়ার লিগে ফর্মখরা কাটিয়ে আবার দলে জায়গা করে নিয়েছেন তিনি।[ads2]
গত জুলাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর দলের বাইরে ছিলেন এই আলোচিত পেসার। তাই খেলা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এক বছর পর আবার তিনি দলে ফিরেছেন।
অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ পেসার তাসকিন আহমেদ ও বাঁ-হাতি স্পিনার আরাফাত সানিকেও এই দলে রাখা হয়েছে।
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।[ads2]
এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
৩০ জনের দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুকতার আলী, কামরুল ইসলাম রাব্বী, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।[ads1]