উচ্ছৃঙ্খলতা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে বিপিএল ফাইনাল ম্যাচের উপস্থাপনা থেকে বাদ দেয়া হয়েছে আমব্রিনকে। এই নিয়ে মিডিয়া অঙ্গণে এখন বইছে আলোচনা-সমালোচনার ঝড়। কেউ বলছেন আমব্রিনের বিরুদ্ধে আনা অভিযোগটি সত্য, তাই তাকে বাদ দেয়াটা ঠিকই আছে। আবার কেউবা বলছেন ষড়যন্ত্রমূলকভাবে তাকে বাদ দেয়া হয়েছে। এই সত্যমিথ্যার দোলাচলে চলছে পক্ষে-বিপক্ষের তর্ক-বিতর্ক। আর এরমধ্যে আমব্রিনও তাকে বাদ দেয়ার কারণ ও তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ চেয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসে।
ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের উপস্থাপক ছিলেন দুজন- আমব্রিন ও পামেলা ভুতোরিয়া। কিন্তু বিপিএলের ফাইনাল ম্যাচ উপস্থাপনা থেকে আমব্রিনকে বাদ দেয়া হয় আচরণবিধি লঙ্ঘন এবং উচ্ছৃঙ্খল লাইফস্টাইলের অভিযোগ এনে।
এই বিষয়ে জানতে চাইলে বিডিলাইভকে আমব্রিন বলেন, ‘বিপিএল ফাইনাল ম্যাচ উপস্থাপনা থেকে আমি বাদ পড়েছি। এটা সত্যি। আমি আসলে এমন কিছু কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে চাইনি যা আমার নৈতিকতার সঙ্গে যাবে না। আমার যোগ্যতা রয়েছে। আমার ব্যক্তিত্ব আমি ধরে রাখতে চাই। আর বিপিএলের পুরো টুর্নামেন্টে আমি ছিলাম। শুধু ফাইনালেই থাকছি না। এর কারণ কী হতে পারে? সেটা আপনারাই ভালো বুঝতে পারবেন। আমাকে বাদ দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে আমি নাকি উচ্ছৃঙ্খল! এটা কীভাবে সত্যি হয়? যদি তাই হতো তাহলে এত দিন কীভাবে উপস্থাপনা করলাম? আমি আমার উচ্ছৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ দেখতে চাই।’
ফাইনাল ম্যাচ উপস্থাপনা থেকে বাদ পড়ায় দুঃখ প্রকাশ করে আমব্রিন বলেন, ‘আমি বিপিএলে দেশ-বিদেশ থেকে ফোনে, ফেসবুকে ও গণমাধ্যমে প্রচুর সাড়া পেয়েছি। দর্শকদের ভালোবাসা পেয়েছি। নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি। এ ছাড়া বিসিবিও আমার অনেক প্রশংসা করেছে। এর চেয়ে বড় পাওয়া কী হতে পারে?’