১টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলতে ৭ জুন বাংলাদেশ সফরে আসবে ভারত। এই সিরিজের অফিসিয়াল সম্প্রচার স্বত্ত পেয়েছে ভারতের জনপ্রিয় টেলিভিশন ‘স্টার স্পোর্টস’। সিরিজ শুরু হতে এখনো ২০ দিন বাকি। কিন্তু এরই মধ্যে তারা প্রকাশ করেছে নতুন বিজ্ঞাপন। নতুন এই বিজ্ঞাপনে বাংলাদেশকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে বাংলাদেশ দলকে পরিচিত করা হয়েছে ‘নক আউট স্পেশালিস্ট’ ও ‘দক্ষিণ এশিয়ার নতুন হমকি’ হিসেবে।
বিজ্ঞাপনটিতে বলা হয়েছে, ‘সেই দল, যারা বিশ্বকাপ থেকে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছে। প্রায় বিদায় করে দিয়েছিলো ভারতকেও (এ সময় বাংলাদেশ ভারত ম্যাচের রুবেলের সেই বিতর্কিত নো বলটিও দেখানো হয়)। সেই দল, যারা হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে। তৈরি করেছে নতুন ইতিহাস। দক্ষিণ এশিয়া থেকে নতুন এশিয়ান হুমকি, বাংলাদেশ!