সম্ভাবনা জাগিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতের কাছে হেরে গেলেও বাংলাদেশের প্রাপ্তি খুব একটা মন্দ নয়। সম্পন্ন হওয়া এশিয়া কাপ টি২০ টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারের পদক পেয়েছেন বাংলাদেশের দুই টাইগার। সেরা ব্যাটসম্যান হিসেবে সাব্বির রহমান ও সেরা বোলার হিসেবে আল-আমিন হোসেন এ দু’টি পুরস্কার জিতে নিয়েছেন।
সদ্য সমাপ্ত এশিয়া কাপ টি২০ টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান করে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন সাব্বির। তিনি টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৭৬ রান সংগ্রহ করেছেন। তবে ৩ ম্যাচে ১৯৪ রান করে হংকংয়ের বাবর হায়াত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও দলকে টুর্নামেন্টের মূল পর্বে নিয়ে আসতে পারেনি বলে তাঁকে বাদ দিয়ে সাব্বিরকেই নির্বাচিত করা হয়েছে।
অপরদিকে এশিয়া কাপ টি২০ ক্রিকেটে ‘কুলেস্ট প্লেয়ার অব দ্য সিরিজ’ জিতে নিয়েছেন বাংলাদেশের আল-আমিন হোসেন। সঙ্গে সাড়ে ৭ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থের প্রাইজমানিও জিতে নিয়েছেন।
৫ ম্যাচের পুরো টুর্নামেন্টে আল-আমিন ১১টি উইকেট নেন। তবে বাছাইপর্বসহ ৭ ম্যাচ খেলে ১২ উইকেট নেয়া আরব আমিরাতের অধিনায়ক জামশেদ জাভেদ সর্বোচ্চ উইকেট শিকারী হলেও আল-আমিনের সব উইকেটই ছিলো মূলপর্বে। ফলে পুরস্কার আল-আমিনের হাতেই ওঠে।