ওজিলের মধ্যেই বেঁচে আছেন ফেরারি!

0

full_96288754_1466686764[ads1]রেসিং জগতের কিংবদন্তি এনজো ফেরারি আর জার্মানির তারকা ফুটবলার মেসুত ওজিলের বিস্ময়কর মিলটা দেখলে সত্যিই চোখ কপালে উঠবে।
রেসিং জগতের অন্যতম সেরা গাড়ি ‘ফেরারি’র নাম শোনেননি এমন মানুষ হয়তো খুব কমই আছে। ১৯৪৭ সালে নিজের নামেই এই গাড়ি তৈরি শুরু করেছিলেন ইতালিয়ান বংশোদ্ভূত এনজো ফেরারি। পরবর্তী সময়ে অনেকেই রেসিং অঙ্গনে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন ফেরারি গাড়িতে চেপে। [ads1]

১৯৮৮ সালের আগস্টে ৯০ বছর বয়সে মারা গিয়েছিলেন এই ফেরারির নির্মাতা এনজো ফেরারি। তার মৃত্যুর ঠিক দুই মাস পর পৃথিবীতে এমন আরেকজন জন্মগ্রহণ করেছিলেন, যাকে দেখলে আবার নতুন করে মনে পড়ে যায় ফেরারির কথা। তিনি জার্মান ফুটবলার মেসুত ওজিল।
২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ শিরোপা জয়ের পেছনে অন্যতম ভূমিকা ছিল ওজিলের। জার্মানির বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন চারবার। ২০১১-১২ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জিতেছেন লা লিগার শিরোপা।
দুজনের একই বয়সের ছবি পাশাপাশি রাখলে সত্যিই অবাক লাগে। অবিকল একই চেহারার ফেরারি আর ওজিল। জার্মানির এই তারকা মিডফিল্ডারের মধ্য দিয়েই যেন আবার নতুন করে ফিরে এসেছেন ফেরারি। ভিন্ন ভিন্ন অঙ্গনের হলেও দুজনেই ক্রীড়াবিশ্বের পরিচিত ও জনপ্রিয় মুখ।[ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More