ইংলিশ প্রিমিয়ার লিগের দুরন্ত গতিতে এগোতে থাকা লেস্টার সিটির স্বপ্নযাত্রায় লাগাম টানলো আর্সেনাল। চলতি মৌসুমে শিরোপার অন্যতম দাবিদার এই দুই দলের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচে ড্যানি ওয়েলব্যাকের শেষ মুহূর্তের গোলে ২-১ গোলের জয় পায় গানাররা।
রোববার নিজেদের মাঠে অবশ্য প্রথমে পিছিয়ে পড়ে আর্সেনালই। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি কিক থেকে লেস্টারকে এগিয়ে নেন জেমি ভার্ডি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে থাকে আর্সেনাল। ৫৪ মিনিটে লেস্টাররের ড্যানি সিম্পসন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি।
এরপরই সফরকারীদের চেপে ধরে স্বাগতিকরা। ফলও পেয়ে যায় ম্যাচের ৭১ মিনিটে। অলিভার জিরুডের অ্যাসিস্টে ম্যাচে সমতা আনেন থিও ওয়ালকট। কিন্তু নাটকের শেষ চিত্রনাট্য জমা ছিল অতিরিক্ত সময়ের জন্য। মেসুত ওজিলের ফ্রি-কিকে দারুণ এক হেডারে জয়সূচক গোলটি করেন ৮৩তম মিনিটে বদলি হিসেবে নামা ড্যানি ওয়েলব্যাক।
শেষ মুহূর্তের এমন অনাকাঙ্ক্ষিত গোলের ফলে হারের স্বাদ পাওয়া লেস্টার অবশ্য এখনো শীর্ষেই আছে। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৩। টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসা আর্সেনালের পয়েন্ট ৫১। পরের দুটি স্থানে আছে যথাক্রমে টটেনহাম হটস্পার এবং ম্যানচেস্টার সিটি।
Prev Post
Next Post