ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ে দারুণ খুশি বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে নিজের ফেইসবুক পেইজে পোস্ট করেছেন।
বৃহস্পতিবার মুম্বাইর ওয়েংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে সাত উইকেটে হেরে যায় ভারত। সেই সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দলটি। আর ফাইনাল নিশ্চিত করে ক্যারিবীয়রা।
ম্যাচ শেষে এক হাসি মাখা ছবি নিজের ফেইসবুক পেইজে পোস্ট করেন মুশফিক। সেখানে তার পিছনে টিভি স্ক্রিনে ডোয়াইন ব্রাভোদের আনন্দ উল্লাসের ছবি দেখা যায়। পোস্টে মুশফিক লিখেছেন, ‘এটাই আনন্দ…আমি এখন আরো ভালো ঘুম ঘুমাতে পারব… উইন্ডিজ তোমরা অনেক সুন্দর।’
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বকাপে ভারতের বিপক্ষে হেরেছে। তাও শেষ তিন বলে মাত্র ২ রান করতে না পেরে। কিন্তু ওই ম্যাচের আম্পায়ারিং নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এছাড়া ভারতীয় সমর্থকরা বাংলাদেশকে হেয় করে অনেক মন্তব্য করেছে। এমনকি তাদের দেশের তারকারাও বাংলাদেশকে হেয় করে মন্তব্য করে।