বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এফএমসিকে ৩৭ রানে হারিয়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত প্রথম কর্পোরেট টি২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয় পাইরেটস অব চিটাগং।
টসে হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৫ রান তুলে নেয় পাইরেটস। সর্বোচ্চ ৩৭ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জাতীয় দলের তরুন অল রাউন্ডার নাসির হোসেন। ৩৭ বলের ঝড়ো ইনিংসে পাঁচটি ৬ ও দুটি চার হাঁকিয়ে ম্যান অব দ্যা ম্যাচও হন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ বলে ৩৯ রান করেন সোহাগ গাজী। পাইরেটসের জয়ের নায়কও এ দু’জন। এছাড়া সাদিদ হোসেন রাব্বি ২১ বলে ২১ রান ও ৯ বলে ১৫ রান নেন আলাউদ্দিন বাবু। ৩১ রানে ২ উইকেট নিয়ে সাকিব আল হাসান এফএমসি’র সেরা বোলার।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে দলীয় ৪ রানের মাথায় সাজ ঘরে ফেরেন এফএমসি’র ওপেনিং ব্যাটসম্যান আবুল হাশেম রাজা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই শূন্য রানে আউট হন আরেক ওপেনার হাফিজুর রহমান হিরা। এরপর দলের হাল ধরেন সাব্বির রহমান রোমান ও সাকিব আল হাসান। দু’জনে গড়ে তোলেন ৫৮ রানের জুটি। দলীয় ৬২ রানের মাথায় ৩০ বলে ৩০ রান সংগ্রহ করে প্রতিপক্ষের রতন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরেন সাকিব আল হাসান। পরের বলে তাকে সঙ্গ দেওয়া রোমানও এলবিডব্লুর ফাঁদে পড়ে সাকিব আল হাসানের পথ ধরেন। ২২ বলে তার সংগ্রহ ছিলো ২৮ রান।
এরপর ফরহাদ রেজা ছাড়া দু’য়ের ঘর এফএমসি’র আর কোন ব্যাটসম্যানই ছুঁতে পারেনি। তার সংগ্রহ ২৮ বলে ২৯ রান। এরপর নিয়মিত বিরতিতে সাজ ঘরে ফেরেন এফএমসি’র উইকেটরা। নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১১৮ রান নিয়ে কর্পোরেট টি২০ ক্রিকেট টুর্নামেন্টের রানার্স আপ হন এফএমসি ফাইটার্স। পাইরেটসের পক্ষে বেলাল ও আলাউদ্দিন বাবু ১৮ রানে তিন উইকেট করে নেন।
টুর্নামেন্টে সেরা যারা: টুর্নামেন্টে ৯১ রান ও ৮ উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন সাকিব আল হাসান। এছাড়া টুর্নামেন্টে প্রাইম সুপার কিংসের হয়ে সর্বোচ্চ ৯ উইকেট নেন সোহরাওয়ার্দী শুভ। পাইরেটস অব চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ১৪৭ রান নেন নাসির হোসেন। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে টুর্নামেন্টে ফোর এইচ ক্রিকেটের হয়ে সর্বোচ্চ ১২১ রান নেন নাফিস ইকবাল। সর্বোচ্চ ৮ উইকেট নেন ফোর এইচ ক্রিকেটের রনি চৌধুরী।
টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে শিরোপা তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আ জ ম নাছির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সভাপতি আলী আব্বাস ও সম্পাদক আবদুল হান্নান আকবর।