দিন দিন যেন তাঁর জনপ্রিয়তা বাড়ছে৷ ভারত-পাকিস্তান ম্যাচের দিন তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পর তাঁর ভক্তকূলের সংখ্যা শুধু বেড়েই যায়নি, এবার সোজা সম্বন্ধ আসছে বিরাট কোহলির জন্য৷ তাও খোদ পাকিস্তান থেকে৷ পাকিস্তানের নামী মডেল কান্দিল বালোচ বিরাটের ‘ক্লাসি’ ক্রিকেটে মুগ্ধ৷ তাই বিরাটের উদ্দেশে তিনি টুইট করে নিজের ভালবাসার অনুভূতির কথা জানিয়েছেন৷ বিরাটকে ‘বেবি’ সম্বোধন করে তিনি লিখেছেন ‘শুধু আনুশকা শর্মাই কেন?’ প্রসঙ্গত, কান্দিল কিন্তু পাকিস্তানের বেশ জনপ্রিয় ও সাহসী মডেল৷ এতদিন তিনি মজে ছিলেন শাহিদ আফ্রিদি এবং পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে| শুধুই কি মজে ছিলেন? একেবারেই না৷ একেবারে সোজাসুজি কান্দিল পাকিস্তান ক্রিকেট দলকে আজব প্রস্তাব দিয়েছিলেন৷ তিনি বলেছিলেন, পাক দল যদি ভারতের বিরুদ্ধে জিতে যায়, তবে তিনি দলের খেলোয়াড়দের আনন্দ দিতে তাঁদের জন্য নগ্ন হবেন৷ কিন্তু ইডেন গার্ডেনসে ভারতের কাছে পাকিস্তানের হারের পর খুবই ভেঙে পরেছিলেন কান্দিল৷ কিন্তু তারপরেই পক্ষ বদলে বিরাটে মজেছেন তিনি৷ সূত্র: সংবাদ প্রতিদিন